নাজিম উদ্দীন জনি,শার্শা(যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক সহ আঃ রউফ মোড়ল(৪০) এবং ছমির হোসেন(৩৮) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক,রউফ মোড়ল বেনাপোল পোর্ট থানাধীন কেষ্টপুর গ্রামের আবুল হোসেনে ছেলে এবং ছমির হোসেন একই থানার মহিষাডাঙ্গা গ্রামের মৃত- মোবারক হেসেনের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন উপজেলার গোগা টু সাতমাইল রোডের রসুলপুর নামক স্থানে অভিযান চালিয়ে একটি ইজিবাইকে গতিরোধ করে চালক রউফকে আটক করে।পরে বাইকটি তল্লাশী করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবার হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলাধীন গোগা গ্রাম থেকে ৩৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ ছমিরকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটকদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।