সাতক্ষীরার কুলিয়ায় ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
0

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে স্বাস্থ্য বিধি বজায় রেখে দুস্থ ও অসহায় হত দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।শুক্রুবার(০১ অক্টোবর) সকাল ৯ টা হতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সাত জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি রেজিঃ এর মাধ্যমে প্রায় ছয় শতার্ধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এর আগে সকাল সাড়ে ৮ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আঃ কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক মাহবুবর রহমান, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাননাথ দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, কুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী, ফেয়ার মিশন কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ইউপি সদস্য আমিরুল ইসলাম, ফেয়ার মিশন কুলিয়া শাখার কর্মীবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ইকবাল হাসান(এমবিবিএস), মেডিসিন ও শিরা অভিজ্ঞ ডাঃ আরাফাত আজম(এমবিবিএস), মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব মন্ডল(এমবিবিএস), গাইনি বিশেষজ্ঞ ডাঃ শাম্মি ইকবাল(এমবিবিএস), মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডাঃ আঃ রউফ(এমবিবিএস), চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রভাকর মজুমদার(এমবিবিএস) সহ সাত জন ডাক্তার। উক্ত মেডিকেল ক্যাম্পে কুলিয়া হাবিবা সার্জিক্যাল ক্লিনিকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রপের পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here