তরিকুল ইসলাম (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরায় ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সিডিও ইয়ুথ টিম ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা গাজী আসাদ, সিডিও সদর ইউনিটের সমন্বয়ক আসাউর রহমাম, সাইফুল্লাহ আল মামুন, আতিকুজ্জামা, সুসেনজিৎ ঘোষ, মোজাম্মেল মল্লিক, তন্ময় নন্দি, মাহিদা মিজান প্রমূখ। বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় উপকূল। তারপর থেকে সিডর, আইলা, মহাসেন, বুলবুল, আম্পানের মত প্রাকৃতিক দুর্যোগ বারবার আঘাত করছে। কিন্তু উপকূলের নিরীহ জনগোষ্ঠীর কথা কেউ ভাবে না। এজন্য উপকূলের জন্য একটি নির্ধারিত দিন থাকা উচিত। যে দিনটিতে উপকূলের মানুষের কথা তুলে ধরা হবে সবার কাছে। কারণ দিবস অধিকারের কথা বলে। অধিকার আদায়ের কথা বলে। বক্তারা ১২ নভেম্বর প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান