ইব্রাহিম খলিল (সাতক্ষীরা প্রতিনিধি) – সাতক্ষীরা ঈদ বাজার জমে উঠেছে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ ঈদ বাজারে কিছুটা প্রাণহীন থাকলেও গত দুইদিনে শহরের বিপনীবিতান গুলোতে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধির সাথে সাথে কেনাকাটাও বেড়েছে। শুক্রবার ও গতকাল শনিবার ছুটির দিন থাকায় মার্কেট গুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। শহরের সামগ্রীক পরিবেশ, মার্কেটে মার্কেটে আলোক সজ্জা, শহরের প্রবেশ পথ গুলোতে বিভিন্ন বিপনী বিতানের আমন্ত্রন সম্বলিত গেট, মাইকিং, বিভিন্ন ধরনের অফার সব মিলে সাতক্ষীরা শহরে ঈদ বাজারের আবহ বিরাজ করছে। সাতক্ষীরা শহরের দুই প্রান্তে মার্কেট বিপনী বিতানগুলোতে সাজসাজ রব, প্রাণসায়েরের দুই পার্শ্ববর্তী অর্থাৎ খালের এপার আর ওপার দুই পারেই কেনা কাটার জন্য ছুটছে, মার্কেট গুলোতে পুরুষদের পাশাপাশি মহিলা, কিশোর এবং শিশুদেরও ব্যাপক উপস্থিতি লক্ষনীয়, মহিলাদের এবারের ঈদে সর্বাপেক্ষা পছন্দের তালিকায় শাড়ী, থ্রি পিস, লেহেঙ্গা, পুরুষদের পাঞ্জাবী, প্যান্ট, শার্ট, এবারের ঈদ বাজারে কসমেটিকস সামগ্রী বিক্রির ধুম পড়েছে, মহিলারা তৈরী পোশাক শাড়ী, থ্রি পিচের পাশাপাশি কসমেটিকস সামগ্রীর দিকে ঝুকে পড়েছে, বিভিন্ন ধরনের জুতা ও স্যান্ডেলের চাহিদাও বেড়েছে এবং বিক্রি ও বৃদ্ধি পেয়েছে। শাড়ী থ্রি পিস, পাঞ্জাবীর সাথে চাই ম্যাচিং স্যান্ডেল আর এ জন্য এক দোকান হতে অন্য দোকানে ছোটাছুটি পছন্দের স্যান্ডেলের জন্য, সাতক্ষীরা শহরের বড় বড় বিপনী বিতান গুলোতে কেবল কেনাকাটার পরিবেশ তা নয়, ফুটপথের দোনান গুলোতেও ভিড় আর ভিড়, সব শ্রেণীর ক্রেতাদের স্রোত মিশেছে ফুটপথের দোকানগুলোতে। শহরের লাবনী মোড় এলাকা, থানা সড়ক লোকে লোকারান্য, ব্যস্ত সময় পার করছে টেইলার্স গুলো। শহরের একাধিক টেইলার্স মালিকের সাথে কথা বলে জানাগেছে তারা বর্তমান সময়ে আর নতুন করে কোন অর্ডার নিচ্ছেনা, টেইলার্সের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করছে ঈদের আগেই অর্ডার নেওয়া শার্ট, প্যান্ট, মহিলাদের ড্রেস ডেলিভারী দিতে হবে। কেবল মাত্র তৈরী পোশাক জুতা স্যান্ডেল, নয় ঈদ উপলক্ষে বাড়ী সাজাতে এবং গৃহস্থলী পণ্য ক্রয়ের ভিড় থেমে নেই। শহরের ইলেকট্রনিক্স ও আসবাব পত্রের শো রুম গুলোতে ভিড় লেগেই আছে। খাট, আলমারী, ফ্রিজ, টিভি, সো পিচ বিক্রি বেড়েছে। ঈদ আনন্দের খুশির উৎসবের আর তাই নতুন পোশাকের সাথে চাই আতর, সেন্ট, সুরমা, টুপি শহরের থানা সড়কে আতর, সুরমা, টুপি বিক্রি বেড়েছে। শহরের বিপনী বিতানগুলোতে গভীর রাত পর্যন্ত বেঁচা কেনা চলছে। সন্ধ্যায় ইফতারের জন্য বিরতি, সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের চলাচল করা যাত্রীবাহি বাসগুলোর পাশাপাশি, মাইক্রো, মহন্দ্রে, ইজিবাইক সহ গ্রামহতে ক্রেতারা যে যে ভাবে পারছে শহরে আসছে। শহরের পাশাপাশি মফস্বল এলাকার বিপনী বিতান, মার্কেট ও দোকান গুলোতেও ভিড় থেমে নেই। সকলের লক্ষ্য ঈদ পালনে কাঙ্খিত, পছন্দসই, আকর্ষনীয় সামগ্রী চাই আর এজন্য এক মার্কেট হতে অন্য মার্কেটে ছোটাছুটি যাতায়াত।