সুন্দরবনের বাঘ এবার শরনখোলার লোকালয়ে

0
0

কলি আক্তার, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
সুন্দরবন থেকে বাঘ এবার শরণখোলা উপজেলার লোকালয়ের প্রায় ১০ কিলোমিটার ভিতরে ডুকে পড়েছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার বানিয়াখালি গ্রামে বাঘ দেখে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর মাইকিং করে ওই এলাকার গ্রামবাসীকে সতর্ক করা হয়। শনিবার সকালে বাঘটির পায়ের ছাপ দেখে খুজে বের করার চেষ্টা করছে এলাকাবাসী। খবর পেয়ে বনরক্ষীদের একটি দল ওই গ্রামে ছুটে গেছেন।
বানিয়াখালির ইউপি সদস্য ছিদ্দিক গাজী জানান, সুন্দরবন থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বদিকে, পশ্চিম বানিয়াখালী ৩৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন হাওলাদার গরু আনতে যান। এসময় টর্চ লাইটের আলোতে তিনি গরুর সাথে সুন্দরবনের একটি বাঘ দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে লাঠি-সোটা নিয়ে তাড়া করলে বাঘটি পালিয়ে যায়। সকালে পায়ের ছাপ দেখে বাঘটিকে খোজা হচ্ছে বলে তিনি জানান।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ওই রাতেই পুলিশের একটি দল বানিয়াখালি গ্রাম পরিদর্শন করে। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে বনকর্মীরা সর্বদা সতর্ক আছে। এছাড়া কমিউনিটি পেট্রোলিং দল (সিপিজি) ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এর সহযোগীতায় গ্রামে গ্রামে মাইকিং করাসহ জনসাধারণকে সচেতন করে চলছেন। বাঘ লোকালয়ে গেলে বনে ফিরিয়ে আনতে বন রক্ষীদের চেষ্টা অব্যাহত রয়েছে।গত বৃহস্পপতিবার রাত ১০টায় সুন্দরবন থেকে দুই কি. মি. ভিতরে খেজুরবাড়িয়া গ্রামে বাঘ দেখতে পেয়েছিল বলে এলাকাবাসী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here