জহর হাসান সাগর তালা প্রতিনিধি – সাতক্ষীরার তালা উপজেলা হাজরাকাটি গ্রামে গত (১৬ অক্টোবর) বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী শুরু হয় হাডুডু খেলা। হাডুডু খেলা থেকে পাঁচটি বাই সাইকেল পরিকল্পতভাবে হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া সাইকেলের মালিক রেজাউল ইসলাম জানান যে গ্যারেজে সাইকেল রাখতে গেলে অতিরিক্ত টাকা দাবি করনে আমরা সেখানে সাইকেল রাখি না। গ্যারেজের সামনে একটি বাড়ি তে আমরা সাইকেল রাখি। সে বাড়িতে রেখে আমরা খেলা দেখতে যায়।
তিনি আরো বলেন যে। এদের গ্যারেজে সাইকেল রাখি নাই বলে আমার সাইকেল পরিকল্পিত ভাবে হারিয়ে গিয়েছে ।
এদিকে হারিয়ে যাওয়া আরেকটি সাইকেলের মালিক আবদুল্লাহ বলেন। আমি সকালে এদের এখানে সাইকেল রেখে গেছিলাম দুপুরের দিকে এসে দেখি আমার সাইকেল নাই আমি যখন সাইকেল রেখে গিয়ে ছিলাম তখন বাড়িতে কেউ ছিল না। আর সাইকেল নিতে এসে দেখি বাড়িতে অনেক লোক ছিলো।
এ বিষয়ে বাড়ির মালিক রফিকুল মোড়ল জানান যে আমার বাসায় কোন লোক ছিল না সবাই মিলে আমার বাসায় সাইকেল রেখে গিয়েছিল আমিও আমার পরিবারের সবাই খেলা দেখতে গিয়েছিলাম এসে দেখি এরা সবাই সাইকেল খোজাখুজি করতেছে এদের মাধ্যমে জানতে পারলাম যে আমার বাসা থেকে মোট পাঁচটি সাইকেল হারিয়ে গেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা।
এদিকে, গ্যারেজ কতৃপক্ষ জানান, তারা এ বিষয়ে কিছু জানে না। তাছাড়া মাইকে বার বার বলা হয়েছে
গ্যারেজে সাইকেল না রাখলে কেই দায়ী থাকবেনা সে জন্য।