সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাকায়  পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষিকা  নিহত 

0
1

সাতক্ষীরা  প্রতিনিধি -সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা খাতুন (৩৮) নামে এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। (৬ জুলাই) শনিবার সকাল ১০টার দিকে জেলার সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাষক জাহানারা খাতুন পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও তালার নওয়াপাড়া এলাকার শাহাদত হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছুলে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here