জহর হাসান সাগর :তালা প্রতিনিধি:
তালায় “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে সরকারী ভাবে অভ্যন্তরীণ আমন চাউল সংগ্রহ অভিযান ২০২০ এর উদ্ধোধন করা হয়েছে।
রবিবার উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে সরকারী ভাবে আমন চাউল সংগ্রহের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ আবু হেনা মোস্তফা কামাল,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রজনু,সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল,মিল মালিক এবাদুল ইসলাম,আলাউদ্দীন,খাদ্য পরিদর্শক হাফিজুর রহমান,উপ-খাদ্য পরিদর্শক শিবুপদ ঘোষ,লক্ষী মজুমদার,সহকারী উপখাদ্য পরিদর্শক মিকাইল হোসেন সহ খাদ্য বিভাগের কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিক ও স্থানীয় মিল মালিক নেতৃবৃন্দ ।
উলেখ্য যে এবার তালা উপজেলায় আমন চাউল সংগ্রহ করা হবে সিদ্ধ চাউল প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৩’শ ৩৫ মে. টন ও আতপ চাউল প্রতি কেজি ৩৫ টাকা ৩২ মে. টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।