জহর হাসান সাগর : তালা প্রতিনিধি :
এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তালায় ২ পরীার্থীকে উত্ত্যাক্ত করার সময় বাঁধা দেয়ায় বখাটেদের হামলায় ৩ সহপাঠী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার শালিখা ডিগ্রি কলেজ এলাকায়। হামলায় আহতদের তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার পল্লী স্মৃতি বালিকা বিদ্যালয়ের ২ ছাত্রী পাইকগাছা থানার রাড়–লী আর কেবি কে কলেজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে ইজি বাইকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার শালিখা ডিগ্রি কলেজ এলাকায় পৌছলে পাশ^বর্তী মুড়াগাছা গ্রামের হাকিম নূহের ছেলে কায়েস’র নেতৃত্বে এলাকার শাক্কু শেখের ছেলে রাব্বি শেখ, খেশরার গোবিন্দ দাসের পুত্র পার্থ দাস, হরিহর নগরের সাগর ওরফে ডন এবং কামরুল গোলদারের ছেলে রিফাত সহ বখাটে অনিমেষ, বাবু সরদার সহ একাধিক বখাটে ওই দুই উত্ত্যাক্ত করতে থাকে। সেসময় ওই ছাত্রীদের পরীার্থীকে সাথে ইজিবাইকে থাকা তালা উপজেলার জালালপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিার্থী শ্রীমন্তকাটি গ্রামের মো. মুকুল মোড়ল’র ছেলে মো. খাইরুল ইসলাম, শফিকুল গাজী’র ছেলে কবির গাজী এবং দোহার গ্রামের কাদের মোড়ল’র ছেলে জাহিদুল ইসলাম বাঁধা দিলে বখাটেরা তাদেরকে পিটিয়ে আহত করে। এই বখাটেদের বিরুদ্ধে শালিখা কলেজে দাঙ্গাবাজী’র অভিযোগ রয়েছে।
হামলায় শিকার খায়রুল ও কবির গুরতর আহত হয়ে দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ভর্তি করা হয়। তাদের মঙ্গলবারের এসএসসি পরীক্ষা দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে এসএসসি পরীার্থীদের উত্ত্যাক্ত এবং হামলার ঘটনায় বখাটেদের বিরুদ্ধে তালা থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।