তালায় বাল্য বিবাহ বন্ধ করলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরাজেলার  তালা উপজেলার  মহিলা বিষয়ক কর্মমর্তার হস্তক্ষেপে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। বৃহস্পিবার (৮ জুলাই) দুপুরে তালা উপজেলার সদর ইউনিয়নের  আটারই গ্রামে ১৬ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অফিস কিশোর কিশোরী ক্লাব, তালার উদ্যোগে সদর ইউনিয়নের আটারই গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। মেয়েটির পিতা জোর করে বিয়ের আয়োজন চালাচ্ছিলেন। অবশেষে মুচলেকা দিয়ে বিয়ের উদ্যোগ বন্ধ করে দেয়।
এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা  জানতে পারি আটরই গ্রামে একটি  মেয়েকে জোর পূর্বক ভাবে তার পিতা বিয়ে দিচ্ছে। আমাদের অফিস থেকে দু’জন লোক পাঠায়। তারা কাছে যেয়ে দেখেন যে বিষষটর সত্য, বিয়ে দেওয়া হবে এমন  আয়োজন চলতেছিল।
এ বিষয় টা নিয়ে  আমি মোবাইল ফোনে মেয়ের  পিতার সঙ্গে আলোচনা করে বিয়ে টা বন্ধ করি, তাদের পরিবারের  কাছ থেকে একটি মুচলেকা  নিয়ে বিয়ে টা বন্ধ করে দিয়েছি। আমরা নজরদারিতে রেখেছি মেয়েটিকে। আরেকটি বিষয় হচ্ছে যে ওই মেয়েটির লেখাপড়ার খরচ অনেক দিন ধরে একটি এনজিও থেকে বহন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here