তালার মহানন্দী গ্রামে মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালা উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার  হস্তক্ষেপে মহান্দী গ্রামে  বন্ধ হলো বাল্য বিবাহ। গোপন সূত্রে জানতে পারে যে  শুক্রবার তালা উপজেলার খলিলনগ ইউনিয়নের  মহান্দী  প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের অল্প বয়সের এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে  এমন খবর জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা নাজমুন নাহার কনের বাড়িতে, শুক্রবার দুপুর ২টার দিকে ,  কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক বনানী ব্যানার্জি, মহিলা মেম্বার ঝর্না বেগম ( কিশোর কিশোরী ক্লাবের সমন্বয়কারী) কে পাঠিয়ে দেন  কনের  বাড়িতে  যেয়ে প্রথমিক ভাবে বিয়ের সত্যতা পায় , তবে কনের পরিবার থেকে জানান,   শুক্রবার বিবাহ হওয়ার কথা ছিলো কিন্তু এখন ভাদ্র মাস  সেই জন্য  বিবাহের  দিন  পিছিয়ে দেওয়া হয়েছে। সে মহান্দী  প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের  ছাত্রী ।
 এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান যে।মেয়ের পিতা  তার মেয়েকে বাল্যবিবাহ দেবেন না, এ মর্মে সে
মুচলেকায় সই করবে না বলে সরে পড়েছে। খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম রাজু  দায়িত্ব নিয়েছেন রবিবার উপজেলা  নির্বাহী অফিসারের কার্যালয় হাজির করবেন । তিনি আরো বলেন
মেয়েটির পরিবার কে বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ  করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here