জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালা উপজেলার গোনালী নলতায় গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে হামলার ঘটনায় ৩ আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, গোনালী নলতা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে রফিকুল ইসলাম(সাবেক সেনা সদস্য), আলামিন শেখের স্ত্রী শামিমা ইয়াসমিন,শহিদুল ইসলামের ছেলে আলামিন শেখ।
আহত রফিকুল ইসলাম জানান, গোনলী নলতা গ্রামের মোহাম্মাদ আলী শেখের ছেলে আতিয়ার শেখ,নজরুল শেখের ছেলে মনিরুল শেখ,নুরুল শেকের ছেলে কামরুল শেখে,মৃত আরশাদ আলী সরদারে ছেলে আব্দুল মালেক সরদার ও নজরুল শেখের সহিত দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দা,শাবল,লাঠি নিয় আতঙ্কিত ভাবে আমাদের উপর হামলা করে। পরে এলাকাবাসীর সহায়তায় তালা হাসপাতালে ভর্তি হয়েছি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গোনালী নলতা গ্রামের রফিকুল ইসলামে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম সহ চোখের নিচে ক্ষত আঘাতের কারনে ৬টা সেলাই ও নাকের নিচে দুটি সেলাই প্রদান করা হযেছে। এবং শামীমা ইয়াসমিনের শরীরে ফোলা জখম হয়েছেন। উভয় তালা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া আলামীন শেখকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গোনালী নলতায় মারামারি ঘটনায় রফিকুল ইসলাম একটি মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু হয়েছে ও আসামীদের আটক করার চেষ্টা চলছে।