তালায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি জমি জবর দখলের চেষ্টা

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরার  তালায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ভূমিদস্যু নামধারী হাইব্রীড নেতাদের নেতৃত্বে নালিশি জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।ভূমিদস্যুরা অপরাধ জগতের সদস্য। তাদের অপকর্ম অব্যাহত রাখতে তারা এখন আওয়ামীলীগের সাথে।এ দল ক্ষমতায় না থাকলে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে থাকবে এরা তাহলে তালাবাসি যাবে কৈ? বর্তমান সাংসদ ও জনক্ষতিকর কর্মকান্ডের সাথে জড়িত কতিপয় এন,জি ও দের ছত্র ছায়ায় ভূমিদস্যুদের আস্থানা রুখবে কে? এ ঘটনায় ভূমিদস্যুরা সাংবাদিকেদের উপস্থিতি টের পেয়ে গালিগালাজ করতে করতে স্থানত্যাগ করেন বলে জানাগেছে।
রবিবার ভোর রাত হতে তালা হাসপাতালে সামনে ও টেলেফোন এক্সচেজ্ঞ অফিসের পিছনে অবস্থিত ২.৯৩৭৫ একর জমিতে স্থানীয় হাইব্রীড নেতাদের পোষ্য সন্ত্রাসী বাহিনী হাজির হয়ে দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে জমি জবর দখল করার চেষ্টা করেন। এই সময় সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেন বারুইহাটি গ্রামের শফি,শিমুল,রনি সহ ১০-১৫ জন সন্ত্রাসী বাহিনী।
জানা যায়, সাতক্ষীরা জেলার তালা থানাধীন এলাকার ও  তালা মৌজার এস এ খতিয়ান- ১৪৩, বুজরাত খতিয়ান নং ২০৬৫, ডি পি খতিয়ান নং- ৩৫, এস এ দাগ নং ২৭৭ বি এস দাগ নং- ২১৫০ , জমির পরিমাণ ২.৯৩৭৫ একর জমি পারিবারিক আপোষ বন্টনের মাধ্যমে উক্ত সমাপ্তিতে ৭০ বছরের উর্দ্ধে দখলে রয়েছেন লিয়াকত আলী শেখ দিং। ইতিমধ্যে নালিশি সম্প্রতি নি:স্বত্ব বান দখলবিহীন ব্যক্তিগন অন্যায়ভাবে লাভ ও লোভের বশবর্তী হয়ে ভূমিদস্যু গোলজার সরদার,তার আপন ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,আরেকভাই যুবলীগের তালা উপজেলা সভাপতি সরদার জাকির হোসেন,খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সংঙ্গবদ্ধ একটি চক্রের কাছে দখল বুঝিয়ে দেওয়ার সত্বে হাওলা করে দেন। আর এসকল ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনীর নেপথ্যে রয়েছেন তালা কলারোয়ার এম পি, ও কতিপয় প্রভাবশালী এন,জি,ও। এই চক্রটির হাতে প্রশাসন ও তালাবাসি জিম্মি হয়ে পড়েছে।
উক্ত নালিশী ভূমিনিয়ে বিজ্ঞ তালা সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানী- ৫৮/১৪ নং একটি বাটোয়ারা মামলা চলমান থাকা সত্বেও উক্ত সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত জমি দখল করার পায়তারা করে আসছেন। বিজ্ঞ উচ্চ আদালতে একটি মামলা চলমান থাকলেও নালিশি জমি জবরদখল ঠেকাতে লিয়াকত আলী সেখ দিং বাদী হয়ে ১. গোলজার সরদার, মশিয়ার সরদার পিতা মৃত নুর আলী সরদার সাং বারুইহাটি সহ ১৫ জনকে বিবাদী করে বিজ্ঞ তালা সিনিয়র সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানি- ১/২২(তালা) নং একটি সুট ফর ইনজাশন ( নিষেধাজ্ঞা) মামলা দাখিল করেন। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী মামলার বাদী পক্ষের প্রার্থনা মোতাবেক বিবাদী পক্ষ হাজির হইয়া আপত্তি দাখিল অন্তে, দোতরফা শুনানি না হওয়া কালতক নালিশি জমিতে দখল বিষয়ে উভয় পক্ষকে স্থিতি অবস্থা(স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ প্রদান করেন।এবং উক্ত আদেশের অনুলিপি সকল বিবাদী গন নোটিশ প্রাপ্ত হয়েছেন। এবং মিস আপিল মামলা যার নং ১৫/২২ এর ধার্য দিন আগামী ২১/০৮/২২ তারিখ অতিরিক্তি জেলা দায়রা জর্জ(২) এর আদালতে। কিন্তু এসকল আদেশের তোয়াক্কা করছেন না ভূমিদস্যুরা।
এ বিষয়ে মামলার বাদী লিয়াকত আলী শেখ দিং জানান, আদালতের স্থিতি অবস্থা( স্ট্যাটাস কো ) আদেশ থাকার সত্বেও হাইব্রিড নেতা এলাকায় সন্ত্রাসী বাহিনী হিসেবে খ্যাত গোলজার সরদার,তার আপন ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, আরেক ভাই যুবলীগের তালা উপজেলা সভাপতি সরদার জাকির হোসেন,খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সংঙ্গবদ্ধ হয়ে জমি দখল করার চেষ্টা করেন। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে উক্ত হাইব্রিড নেতাদের পোষ্য সন্ত্রাসী বাহিনীর সদস্য বারুইহাটি গ্রামের শফি,শিমুল,রনি সহ ১০-১৫ জন সন্ত্রাসী বাহিনী গালিগালাজ ও হুমকি প্রদর্শন করতে করতে স্থানত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here