তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের শেষ সীমান্ত সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে।
দফায় দফায় সন্ত্রাসী বাহিনী দ্বারা ক্রয় সূত্রের নেওয়া জমিতে জোর দখলের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয় নিয়ে কয়েকবার থানাতে অভিযোগও দিয়েছে ভুক্তভোগী রেজাউল ইসলাম তবে আতঙ্কে বসবাস করছে। এই পরিবার টি
রেজাউল ইসলাম জানান, এক বছর আগে জাতপুর পেয়ারা তলা এলাকায় আবুল মোল্লার কাছ থেকে দুই দাগে ৩০ শতক জমি ক্রয় করছি জমি ক্রয় করার পর থেকে ভোগ দখল করছি । মাসখানেক আগে তালার সন্ত্রাসী বাহিনী দ্বারা হান্নান মোড়ল তার ক্রয় সূত্রে নেওয়া জমির জোর দখল করতে আসে।তাৎক্ষণিকভাবে তালা থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়। এরপর আরও একবার সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এই জমি দখলের চেষ্টা চালায়। তবে সে বার ও ব্যর্থ হয়। সবশেষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ত্রাসী বাহিনী দ্বারা পুনঃরায় আমার ক্রয় সূত্রে নেওয়া জমির দখলের চেষ্টা চালাবে বলে লোক মারফাতে জানতে পেরেছি। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। আমার কেনা সম্পত্তি যদি এভাবে ভূমিদস্যু দ্বারা দফায় দফায় আক্রমণ হয় তাহলে একটি সম্পত্তি কিনেও তো নিরাপত্তার কোন ব্যবস্থা নেই।
স্থানীয় আইজুল ইসলাম জানান, রেজাউল ইসলাম গত এক বছর যাবত এই ৩০ শতক জমি ভোগ দখল করে আসছে তবে কিছুদিন আগে থেকে কিছু সন্ত্রাসী বাহিনী এই জমি দখলের পায়তারা চালাচ্ছে। আগেও কয়েকবার এই জমি দখল করতে এসেছে তবে আমরা দখল করতে দেয়নি। শুনছি আবার ও নাকি লাঠি সোডা নিয়ে তারা দখল করতে আসবে। পুরাই সূত্রে নেওয়ার সম্পত্তিতে যদি এভাবে ভূমিদস্যুতের আক্রমণ হয় তাহলে সাধারণ জনগণ কিভাবে বাঁচবে।
স্থানীয় অপর এক বাসিন্দা হামিদুল জানান, লোক মারফতে শুনেছি হান্নান মোড়ল কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা এই জমি সব সময় দখল করতে আসে। এ বিষয়ে সরাসরি হান্নান মোড়লের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে চান না তবে গোপন ক্যামেরায় তার কথা ধারণ করা হয়।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, বিষয়টি জেনেছি অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।