জহর হাসান সাগরঃ সাতক্ষীরার চাঞ্চল্যকর লুৎফার নিকারী হত্যা মামলায় হত্যার অভিযোগ থেকে অব্যাহতির বিরুদ্ধে বাদীপক্ষের নারাজি শুনানিতে পুনরায় সিআইডি কে তদন্তের আদেশ প্রদান করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল হাসান। মঙ্গলবার ১২ এপ্রিল সাড়ে বারোটা সময় সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ৩ নং এর বিচারক এর আদালত এই আদেশ প্রদান করেন ।
মামলার সংক্ষিপ্ত বিবরণ, ১৭ আগষ্ট (সোমবার) রাত ১১টার দিকে তালা উপজেলার নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরে মাছ চুরির অভিযোগ এনে লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারীকে শ্বাসরোধ হত্যার চেষ্টা করেন সাবেক শিবির নেতা বর্তমান কথিত বহিস্কৃত আ:লীগ নেতা সরদার মশিয়ার রহমান। সঙ্গে ছিলেন সরদার মশিয়ারের সহযোগী হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে মাদক ব্যবসায়ী তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তুহিন শেখ ও বারুইহাটি গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস। তিনজন একত্রে সেলিম নিকারীকে হত্যার চেষ্টা করছে এমন খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে এক লাথিতে সরদার মশিয়ার হত্যা করেন লুৎফার নিকারী কে। জনগণের তোপের মুখে তালা থানা সরদার মশিয়ার কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার আদালতের তথ্য মতে,তালা থানা মামলা নাম্বার ১৭ তারিখ ১৮/০৮/২০২০ সালের জি আর ৭৩/২০ নং মামলায় এক তঞ্চকী চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার সাবেক সেকেন্ড অফিসার(দায়িত্বপ্রাপ্ত) এসআই প্রীতেশ রায়। বাংলাদেশের আইন অনুযায়ী চুড়ান্ত প্রতিবেদন/অভিযোগ পত্র আদালতে দাখিলের পূর্বে এজাহারে বর্ণিত স্বাক্ষীদের অথাৎ ফৌঃ কাযর্ঃ বিধি ১৬১ ধারার জবানবন্দী গ্রহণ করার সময় অব্যশই সকল স্বাক্ষীদের জবানবন্ধী গ্রহণ পূর্বক অভিযোগ পত্রের সহিত সংযুক্ত বাধ্যতামূলক। কিন্তু এসকল আইনের তোয়াক্কা না করে গত ইং ৩১/০৮/২১ তারিখ অভিযোগ পত্র নং ৬৮ আনয়ন করেন। অভিযোগ পত্রে তদন্তকারী কর্মকর্তা এসআই প্রীতেশ রায় ৩১/০৮/২১ ইং তারিখের স্বাক্ষরিত ও ১৮/০৮/২০ তারিখের স্বাক্ষীর জবানবন্ধীর নিজ স্বাক্ষরিত ফৌঃ কাযর্ঃ বিধির কপি সংযুক্ত করেন। উল্লেখিত চাঞ্চল্যকর হত্যা মামলার সুরতহাল রিপোর্টে লাথি মেরে লুৎফর নিকারীকে হত্যা করা হয়েছে বলে লিপিবদ্ধ থাকিলেও কোন কিছুর তোয়াক্কা না করে বিষয়টি চুপিসরে এড়িয়ে গিয়ে সম্পন্ন তর্কিত একটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। উক্ত তদন্ত প্রতিবেদনে ক্ষুব্দ হয়ে মামলার বাদী সেলিম নিকারি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেন। উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবী নিয়োগ বিজ্ঞ আদালত মামলাটি পুনরায় সিআইডিকে তদন্ত প্রতিবেদনের জন্য নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের আদেশে তালা উপজেলার জনগণের মাঝে ন্যায় বিচারের আশা জাগিয়েছে।
আদালতে বাদীপক্ষে পুরা তদন্ত চেয়ে শুনাইতে অংশগ্রহণ করেন বিজ্ঞ আইনজীবী আশরাফুজ্জামান, বিজ্ঞ সিনিয়র আইনজীবী অজয় কুমার বিজ্ঞ আইনজীবী মেজবাউর রহমান এন্ড অ্যাসোসিয়েশন।
অপরদিকে আসামিপক্ষে আসামিদের খালাস চেয়ে সোনা এতে অংশগ্রহণ করেন বিজ্ঞ আইনজীবী এম এ হায়দার, বিজ্ঞ আইনজীবী মনিরুল ইসলাম মনির এন্ড অ্যাসোসিয়েশন।
আদালতে দীর্ঘ শুনানি অন্তে বিজ্ঞ আদালত একটি হত্যা মামলা মর্মে পুনরায় তদন্তপূর্বক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি কে নির্দেশ প্রদান করেন।