তুরস্কে আয়া সোফিয়ার পর এবার ”কোরা মিউজিয়াম”কেও মসজিদে রূপান্তরিত করলো এরদোগান

0
1
সমাজের কন্ঠ ডেস্ক – আয়া সোফিয়ার পর এবার ইস্তাম্বুলের Chora মিউজিয়ামকেও মসজিদে রূপান্তরিত করলো তুরষ্ক।
পুরাতন নথিপত্র অনুযায়ী আদালতের রায়ের আলোকে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ষষ্ঠ শতকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান-১ এর সময়ে এটি নির্মিত হয় চার্চ হিসেবে। পরবর্তীতে উসমানীয় খেলাফতের সময় আয়া সোফিয়ার মত এটিকেও মসজিদে রূপান্তরিত করে ওয়াকফ স্টেট হিসেবে নথিভুক্ত করা হয়। কয়েকশ বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হওয়ার পর মোস্তফা কামাল পাশার সময়ে এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here