নিজস্ব প্রতিবেদন : অভয়নগর উপজেলাবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে ও করোনায়া আক্রান্ত রোগীদের সুস্থ্য করে তুলতে সবসময় সক্রিয়ভাবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UH&FPO) ডাঃ মাহমুদুর রহমান রিজভী এক সময় নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন, এবং কিছুদিন চিকিৎসাধীন থেকে সদ্য পুরোপুরি ভাবে তিনি সুস্থ্য হয়ে ওঠেন। সম্প্রতি আবারো করোনা যুদ্ধে সক্রিয়ভাবে মাঠে নেমে পড়েছেন ডাঃ মাহমুদুর রহমান রিজভী।
উল্লেখ্য যে ডাঃ রিজভী করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এবং করোনা উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহ করতে যেয়ে এক সময় তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন, এরপর তিনি নিজেই তার নমুনা পরীক্ষা কেন্দ্রে পাঠালে গত ৮ই জুন তিনি করোনা ভাইরাসে শনাক্ত হন এবং তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের আইসোলেশন সেকশনে চিকিৎসাধীন ছিলেন।