আজিজুল হক নাজমুল (কুড়িগ্রাম) – কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “উপজেলা প্রেসক্লাব” এর প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে । ২য় বর্ষে পদার্পন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় চত্বরে কেক কাটা হয়। এ সময় উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন মোল্লা, আনোয়ারুল ইসলাম খোকা, প্রমুখ উপস্থিত ছিলেন।