বাংলাদেশে যুক্ত হলো আরো ৩টি নতুন উপজেলা

0
0

ডেস্ক নিউজঃ বাংলাদেশের উপজেলার তালিকায় নতুন উপজেলা হিসেবে যোগ হলো আরো ৩টি নাম। নামগুলি হলো ১/ কক্সবাজারের ঈদগাঁও ২/ মাদারীপুরের ডাসার ৩/ সুনামগঞ্জের মধ্যনগর। নতুন উপজেলাগুলিকে উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (২৬শে জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি হয়। গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অন্যরা যুক্ত হন সচিবালয় থেকে। তিনটি নতুন উপজেলার সঙ্গে একটি উপজেলার নাম পরিবর্তন, একটি সিটি করপোরেশন ও দুটি পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হচ্ছে। নতুন ৩টি নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here