খুলনা ও যশোরের ১৬ উপজেলার নবর্নিবাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

0
1
শেখ জাকারিয়া রহমান (স্টাফ রিপোর্টার) – আজ সোমবার, ১৩ই মে,২০১৯ তারিখ যশোর ও খুলনা জেলার মোট ১৬ উপজেলা পরিষদের নবর্নিবাচিত ৪৮ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ১৬জন চেয়ারম্যান, ১৬জন ভাইস চেয়ারম্যান ও ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। শপথ গ্রহণকারীদের মধ্যে আছেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার (আওয়ামী লীগ), বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল (সতন্ত্র), ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম (সতন্ত্র), চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান লাড্ডু (আওয়ামী লীগ), অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর (আওয়ামী লীগ), মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম (আওয়ামী লীগ), কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম (সতন্ত্র) ও শার্শায় সিরাজুল হক মঞ্জু (আওয়ামী লীগ)।  ভাইস চেয়ারম্যানদের মধ্যে আছেন যশোর সদর উপজেলায় আনোয়ার হোসেন বিপুল, নূর জাহান ইসলাম নীরা (মহিলা)। অভয়নগরে আকতারুজ্জামন তারু, ডা. মিনারা পারভিন (মহিলা)। ঝিকরগাছায় সেলিম রেজা, লুবনা তাক্ষী (মহিলা)। চৌগাছায় চৌগাছা-দবোশীষ মিশ্র জয়, নাজনীন নাহার (মহিলা)। বাঘারপাড়ায় আব্দুর রউফ, বিথীকা বিশ্বাস(মহিলা)। শার্শায় মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস (মহিলা)। কেশবপুরে পলাশ কুমার মল্লিক, নাসিমা আক্তার সাদেক (মহিলা)। মণিরামপুরে উত্তম চক্রবর্তী বাচ্চু, জলি আক্তার (মহিলা)। খুলনার দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী রেজা বাঁচা, ভাইস চেয়ারম্যান (মহিলা) মমতাজ শিরিন ময়না। কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুর ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কমলেশ কুমার সানা, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসিমা আলম। দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ভাইস চেয়ারম্যান (মহিলা) খাদিজা আক্তার। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান শেহাব উদ্দিন ফিরোজ বুলু, ভাইস চেয়ারম্যান (মহিলা) লিপিকা ঢালী রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here