ভোলা প্রতিনিধি। আসন্ন ইউপি নির্বাচনে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৬ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৮৮২ জন।
ভোট গ্রহণের জন্য দুইটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং ১৯ টি বুথ হবে ভোট গ্রহণের জন্য।
১৭৮ নং উত্তর চর আনন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২২৩৭ জন ভোটার ওই কেন্দ্রে বুথ হবে ৭ টি এবং একজন প্রিজাইডিং ও ৭ জন সহকারী প্রিজাইডিং এবং ১৪জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন।
চর আনন্দ পার্ট-থ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৪৬৪৫জন।
ওই কেন্দ্রে একজন প্রিজাইডিং, ১২জন সহকারী প্রিজাইডিং ও ২৪জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন, এই কেন্দ্রে বুথ হবে ১২ টি।
এদিকে এক ওয়ার্ডে দুইটি কেন্দ্র এবং ভোটার সংখ্যা বেশি অন্যদিকে বিচ্ছিন্ন এলাকা হওয়ায় প্রতিটি নির্বাচনে সহিংসতা ঘটে পূর্ব ইলিশার ৬নং ওয়ার্ডে।
ভোটাররা সব সময় আতঙ্কিত থাকে, কেন্দ্রমুখী হওয়ার সাহস করেনা ভোটাররা।
আগামী ৫ তারিখের নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী হতে সাধারণ ভোটাররা আগামী ৪তারিখ থেকে ৫জানুয়ারী ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং দুই কেন্দ্র মিলিয়ে একজন ম্যাজিস্ট্রেট দেওয়ার দাবী জানিয়েছেন সাধারণ ভোটাররা।
এদিকে কেন্দ্র দুইটি ঝুঁকিপূর্ণ দাবী করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, সদর উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় প্রশাসন বরাবর লিখিত আবেদন করেছেন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী কবির হোসেন ফারুক।
লিখিত আবেদন এবং ভোটারদের নিরাপত্তা বিবেচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে ভোলার প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে ৬নং ওয়ার্ডবাসী।