গন অধিকার পরিষদের জন্য সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন ভিপি নুর সহ সহকর্মীরা

0
0

আল আমিন, ঢাকা থেকে। দীর্ঘদিন পর আবারো বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক একাউন্টে সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন গন অধিকার  । সম্প্রতি তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সহায়তার আবেদন করে।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘তারুণ্যের নতুন ধারার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন । আপনারা অবগত আছেন যে, গত ২ টি প্রোগ্রামে আমাদের ৫৫ জন সহযোদ্ধা আহত ও ৪২ জন সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কারাবন্দিদের মুক্তির জন্য আইনি লড়াই, জেলখানায় আনুসঙ্গিক খরচ, আহতদের সুচিকিৎসা এবং সংগঠনের সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন’।

তাদের বিজ্ঞপ্তিতে দেয়া সহযোগিতা পাঠানোর নম্বরগুলো হলো : বিকাশ (পারসোনাল):
01301581500
01852309124
01680754282

রকেট:
017724005677
018196036143

নগদ:
01819603614

ব্যাংক এ্যাকাউন্টঃ
Md. Shahidul Islam Fahim
Ac. 1721050048531
Branch: Dinajpur
Dutch Bangla Bank.

বি.দ্র. উল্লেখিত নাম্বার ও এ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনভাবে অর্থ না পাঠানোর অনুরোধ।

অর্থ পাঠিয়ে নিশ্চিত হতে শহিদুল ইসলাম ফাহিম
যুগ্ম আহবায়ক, ছাত্র অধিকার পরিষদ।
01750522247

আব্দুজ জাহের
যুগ্ম আহবায়ক, ছাত্র অধিকার পরিষদ।
01855641260

মোঃ রাশেদ খাঁন
আহ্বায়ক
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মোঃ আতাউল্লাহ
আহ্বায়ক
বাংলাদেশ যুব অধিকার পরিষদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here