নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত কয়েক বছর যাবত বেশ কিছু বিষাক্ত সাপ

0
1

মোঃ শাকিল আহম্মেদ প্রতিনিধি রূপগঞ্জ , নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের নয়া মাটি এবং বালুর সড়ক এই দুইটি রাস্তায় গত কয়েক বছর যাবত বেশ কিছু বিষাক্ত সাপ দেখা গেছে এই সব সাপ গুলো দিন দুপুর বেলায় রাস্তার মাঝখানে শুয়ে থাকতে দেখা যায় আর এর কারনে ভয়ে মানুষ এখন এই সব রাস্তা দিয়ে চলা ফেরা করা প্রায় বন্ধ করে দিচ্ছে কিন্তু এই সব এলাকার কিছু মানুষ আছে যাদের চলা ফেরার করার এক মাত্র মাধ্যম এই রাস্তা দুটি তাই এলাকাবাসী নিজেই এই সব সাপের ঘর্ত খুজে বের করে এবং একটি পুরাতন ঘরের মেঝে থেকে দুইটি বড় সাপ সহ প্রায় ১৪০ সাপের বাচ্চা এবং বেশ কয়েকটা ডিম উদ্ধার করে এলাকাবাসী।তার কিছু দিন পর নিশতার মাছ দরার জালে আরো একটি সাপ দেখা যায় এবং সেটা জালে বেঝে মারা যায় এবং সর্বশেয় বালুর রাস্তার কাজ চলা কালে আবার ও সাপ দেখা যায় এবং আজ সন্ধায় বেলায় রুহুল, খোরশেদ, মাসুদ নামের তিন বন্ধু এক সাথে রাস্তায় হাটতে গেলে রুহুল তার ফোনের টচলাইট জালালে একটি সাপ দেখতে পায় এবং সে চিতকার করলে তার বাকি বন্ধুরা তাকে রক্ষা করে এবং পরে তারা সাতটি কে মেরে ফেলে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here