বাংলাদেশে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলতে আসছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে

0
0

সমাজের কন্ঠ স্পোর্টস ডেস্ক – বাংলাদেশে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলতে আসছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। চলতি বিশ্বকাপের কয়েক মাস পরই পুনরায় আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। আইসিসির এফটিপি অনুযায়ী আফগানিস্তান দলের সেপ্টেম্বরে ১ টি টেস্ট ও ২ ম্যাচের টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো বাংলাদেশে। তবে আফগানিস্তান দল ২ টি টোয়েন্টির পরিবর্তে খেলবে টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ।

টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও বাংলাদেশ দল ছাড়াও থাকবে জিম্বাবুয়ে। বুধবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশে হতে যাওয়া নিজেদের খেলার সূচি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টি টোয়েন্টি সিরিজে প্রতিটি দল ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে মোট ৪টি করে ম্যাচ খেলবে।

তারপর সেরা ২ দল খেলবে ফাইনাল।আফগানিস্তান দল বাংলাদেশ দলের বিপক্ষে খেলবে ১৫ ও ১৮ই সেপ্টেম্বর। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা ১৪ই ও ২০ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এফটিপি অনুযায়ী টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টও খেলবে আফগানিস্তান।

টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশের সকল ম্যাচের সূচী, ভেন্যু ও টেস্টের তারিখ আফগানিস্তান বোর্ড এখনো নিশ্চিত করেনি। শুধুমাত্র টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে নিজেদের খেলা গুলোর তারিখই নিশ্চিত করেছে আফগানিস্তান বোর্ড তাদের ফেসবুক পেইজে।

টি টোয়েন্টিতে আইসিসি র‍্যাংকিংয়ে আফগানিস্তান দল ৭ এ, বাংলাদেশ দল ১০ ও জিম্বাবুয়ে ১৩তম স্থানে রয়েছে। ২০২০ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান সরাসরি সুপার ১২ খেলবে, বাংলাদেশ দলকে সুপার ১২ খেলতে হলে বাছাইপর্ব খেলে আসা দলের বিপক্ষে প্রথম রাউন্ড খেলতে হবে। গত বছর দেহরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল ৩-০ তে।

বাংলাদেশ দল গত বছর টি টোয়েন্টিতে কিছুটা উন্নতি করেছে। নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ বার হারিয়ে ফাইনাল খেলেছে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ এ হারলেও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিলো বাংলাদেশ দল। দেখার বিষয় হবে ঘরের মাটিতে বাংলাদেশ দল এই ত্রিদেশীয় সিরিজে কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here