মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঈদ আসে
আনন্দ,শুখ,শান্তির বার্তা নিয়ে। শিক্ষা দেয় ত্যাগ,আত্নশুদ্ধি, ক্ষমা প্রার্থনা র
মতো বিষয় গুলো। এদিন মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দময় আবহ বিরাজ
করে,সেই সাথে মজার মজার খাবার আর আত্নীয় পরিবার পরজন,বন্ধু বান্ধব দের
সাথে আনন্দ ঘন মুহূর্ত। একসাথে সময় কাটে।
তবে এবারের চিত্র ভিন্ন। যশোরের অভয়নগর উপজেলায় অনেকেরই করোনা
আক্রান্ত সজনদের সাথে ঈদ কাটছে হাসপাতালে। অন্যান্য জায়গার তুলনায়
হাসপাতালে লোকের উপ স্থিতি বেশি। আক্রান্ত সজনদের সাথে হাসপাতালে হচ্ছে
তাদের ঈদ। চোখে মুখে বিসন্নতা,সংশয় আর দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছে তারা।
কখন কি প্রয়োজন হয়! কখন পরিস্থিতি বুঝে রুগীকে অন্য কোথাও নিতে হয় এই
কারনেই ব্যস্ত তারা। তাদের কাছে ঈদ বলে এবার কিছুই নেই।
প্রতিবছরের ন্যায় এবার ও ঈদ এসেছে এমন এক মুহুর্তে যখন বাংলাদেশ সহ সারা
বিশ্ব করোনা মহামারী তে টালমাটাল।
আমাদের দেশে প্রতিদিন গড়ছে মৃত্যু আর সংক্রামনের নতুন নতুন রেকর্ড। তাই
স্বাভাবিকভাবেই ঈদ আনন্দ অনেকটা ম্লান হয়ে গেছে মুসলমানদের কাছে। পরিবার
পরিজনদের ঈদ কেটছে হাসপাতালে করোনা রুগীর সেবায়। আছে এক রাশ বিষাদ আর
হতাশা।