সমাজের কন্ঠ ডেস্ক: আবরার ফাহাদ হত্যার বিচারের দাবীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে এই বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাঁসির দাবি জানান। আজ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি মামুন খান, মাজেদুল ইসলাম রুমন, ওমর ফারুক কাওসার, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক মারুফ এলাহী রনি, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সুলতানা জেসমিন জুঁই, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা কলেজ সহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
– মানবজমিন