asd
Monday, September 16, 2024
Home জাতীয় সিলেট জৈন্তাপুরে ইফতারী নিয়ে নববধূ-শাশুড়ীর মধ্যে ঝগড়া।নববধূর আত্মহত্যা

সিলেট জৈন্তাপুরে ইফতারী নিয়ে নববধূ-শাশুড়ীর মধ্যে ঝগড়া।নববধূর আত্মহত্যা

0
0

সমাজের কন্ঠ ডেস্ক – সিলেটের জৈন্তাপুরে এক নববধূ আত্মহত্যা করেছেন।শনিবার দুপুর ২টায় উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে শামীম আহমদ এর স্ত্রী হেলেনা বেগম (২০) ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। নববধুর এই আত্মহত্যা নিয়ে বেশ চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবী নববধুর বাপের বাড়ির ইফতারি নিয়ে শাশুড়ী-বউয়ের ঝগড়া চলে।




এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল হতে শামীম আহমদের মা তহেরা বেগম সকাল থেকে নববধু হেলেনার সাথে ইফতারি নিয়ে কথা কাটাকাটি এবং ঝগড়া করতে শুনেছেন। এক পর্যায় তারা শুনতে পান তাহেরা বেগম চিৎকার করতেছে।



এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখেন নববধু ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশকে সংবাদ না দিয়ে নববধুর লাশ মাটিতে নামিয়ে ঘরের বারান্ধায় রাখা হয়।



বেশির ভাগ গ্রামবাসীর ধারনা- ইফতারির কারনে শাশুড়ির নির্যাতনে অতিষ্ট হয়ে নববধু হেলেনা আত্মহত্যা করেছে তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। হেলেনা উপজেলা ২নং লক্ষীপুর ইউনিয়নের হোসেন মিয়ার মেয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: ছি! কপি করছো? পারলে নিউজ তৈরী করো।