ডেস্ক নিউজঃ ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে খোঁজ মিলেছে। তিনি রংপুরের নিজ বাড়িতে ফিরে এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ওসি। বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান তাঁর গাড়ীচালক ও দুই সঙ্গীসহ গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হন। প্রায় ৬ দিন পেড়িয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি। জানা যায়, রংপুর থেকে ঢাকা ফেরার পথে রাত আড়াইটায় স্ত্রীর সাথে সর্বশেষ কথা হয় আদনানের। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার বা সঙ্গীদের। এর আগে আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজধানীর দারুস সালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই জিডি বা মামলা নেয়নি বলেও অভিযোগ করছে তাঁর পরিবার।