স্টাফ রিপোর্টার – অভয়নগর উপজলোয় নড়াইল – ভাটপাড়া সড়করে ভাটপাড়া বাজাররে পাশে আইয়ান জুট মলি শ্রমিক পরবিহন বাস একটি চলন্ত মটরসাইকে ধাক্কা দেয় ওই মটর সাইকলেরে ড্রাইভার ও আরোহী আহত হয়। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে আহতদরে স্থানীয়রা উদ্ধার করে উপজলো স্বাস্থ কমপ্লাসে র্ভতি করা হয়ছে। আহতরা হলনে স্থানীয় পোতপাড়া গ্রামরে জোনাব আলীর ছেলে মজেবাহ হোসনে(২২) ও মজিানুর রহমানরে ছেলে শাওন ইসলাম(২০)। প্রতক্ষর্দশরিা জানান, মলিরে শ্রমকিদরে ভাটপাড়া খয়োঘাটে নামেয়ি গাড়ি পছেনে দেখি ঘুরানোর সময় অসাবধনতা বশত এ র্দুঘনার শকিার হয়।