পাটকেলঘাটার চেক প্রতারণার দায়ে আবুল কালাম আজাদের কারাদণ্ড

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের প্রতারক আবুল কালাম আজাদকে এক বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গত ১৪ জুলাই খুলনা আমলী আদালত-৪ এর বিচারক সরোওয়ার আহম্মেদ মামলার এ রায় ঘোষনা করেন।
প্রতারক আবুল কালাম আজাদ সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।
আদালতের মামলা সুত্রে জানা গেছে, মামলার বাদী বাগেরহাটের মাছুম বিল্লাহ্। আসামীর পূর্ব পরিচিত হওয়ায় বাদীর কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা ধার নেন আসামী আবুল কালাম আজাদ। সেজন্য একটি চেকও প্রদান করেন মাছুম বিল্লাহ্কে। কিন্তু সময় মত টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করেন আসামী। পরবর্তীতে বাদী টাকা ফেরতের জন্য মামলার আশ্রয় নেয়। প্রায় দুই বছর চলা মামলাটি দুই জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিজ্ঞ আদালত আসামীকে এক বছর তিন মাসের দণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দন্ডিত করেন।
মামলা পরিচালনাকারী খুলনা আদালতের আইনজীবী তারিক মাহমুদ জানান, রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। সে একজন প্রতারক ও ভয়ানক বাটপার প্রকৃতির লোক। তাকে কোথাও দেখামাত্র পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here