স্টাফ রিপোর্টার -অভয়নগরে টিসিবির পেঁয়াজ খোলা বাজারে বিক্রয় শুরু হয়েছে। ১০ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে এই পেঁয়াজ বিক্রয় করা হয়। তুরস্ক থেকে আমদানী কৃত প্রতি কেজী পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রয় করা হয়। এসময় পেঁয়াজ কিনতে আশা সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। সকল শ্রেণী পেশার মানুষকে পেঁয়াজ কিনতে দেখা যায়। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করে নারী পুরুষ সকলে। এসময় মানুষের ভিড় সামাল দিতে ডিলার কে হিমশিম খেতে হয়। সরকারে এই উদ্দ্যোগে সাধারন মানুষ বেশ খুশি। নওয়াপাড়ার ডিলার মো.দেলু বলেন, আমি ৬ হাজার ৫০০ কেজী পেঁয়াজ উত্তলন করে ছিলাম। যা আজ খোলা বাজারে বিক্রয় করছি। ১১ডিসেম্বর আরোও ৭হাজার কেজী পেঁয়াজ উত্তলন করে এই ভাবে ট্রাকে করে বিক্রয় করা হবে। তিনি আরোও বলেন বত্তমান নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুসাইন খাঁন স্যারের একান্ত প্রচেষ্টার কারনে এই পেঁয়াজ উত্তলন করা সম্ভব হয়েছে।