ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইসিটির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প’ এর আওতায়
অভয়নগরের মালোপাড়ায় ঊঠান বৈঠক অনুষ্ঠিত ।
স্টাফ রিপোর্টার – অভয়নগরের মালোপাড়ায় “তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইসিটির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প’ এর আওতায় ঊঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নারীদের বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদান করা উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন খাঁন। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রিক্তা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান অতিথি উপস্থিত নারী ও তাদের সন্তানদের মাঝে দুদক ও পথপাঠশালার শিক্ষা সহায়ক উপকরণ তু লে দেন। এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির অভয়নগর শাখার সা: সম্পাদক সুনীল দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস নান্টু, অভয়নগর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রিক্তা খাতুন তথ্যসেবা সহকারী মিতা ভৌমিক, মরিয়ম আফরোজা, মালোপাড়া স: প্রা: বিদ্যালয়ের সভাপতি শেখর বর্মণ উপস্থিত ছিলেন। বৈঠকে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন খাঁন জানান, অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক উন্নতির অন্যতম শর্ত। কেননা, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিশেষ অবদান রাখতে পারে। বাংলাদেশের গ্রামের সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার মানেই নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘তথ্য আপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি পরিচালনা করে যাচ্ছে। ডোর টু ডোর ভিজিট করে তারা বিনামূল্যে নারী ও শিশুদের তথ্যসেবা প্রদান করছেন।