অভয়নগরের ডুমুরতলা দক্ষিন বিলে মৎস্য ও ধান চাষের প্রকল্প উদ্বোধন

0
0

প্রনব মন্ডল, বিশেষ প্রতিনিধি।
যশোর জেলার অভয়নগর উপজেলার ডুমুরতলা একটি প্রসিদ্ব গ্রাম ও বৃহওর ৯৬ গ্রামের অংশ।
অনেক জল্পনা ও কল্পনা অবসান ঘটিয়ে ও সূদুর প্রসারী পরিকল্পনা করে ডুমুরতলা দক্ষিনবিলে মৎস্য ও ধানের চাষের এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।গত মঙ্গলবার
০৮-০৬-২০২১ বেলা ১০ টার দিকে এটি সুবিধাভাগীদের আয়োজনে এক আড়ম্বরহীন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ২০০ বিঘা আয়তমের এই প্রকল্প চালু করেন।প্রকল্পের সাধারণ সম্পাদক হলেন মাধ্যমিক হাইস্কুলের শিক্ষক, আওয়ামী নপতা শিবপদ মন্ডল।তিনি বলেন,ভবদহ জলাবদ্ধতার কারনহেতু এই বিলে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। প্রকল্পটি মূলত হাতে নেওয়ার উদ্দেশ্য হলো এলাকার দিনমজুর ,ও কৃষক শেনীর লোকের ভাগ্য উন্নয়ন করা। প্রকল্পটির সদস্য হলেন অএ এলাকার সমস্ত কৃষক ভাই।তারা বছরশেষে মাছ চাষের লাভাংশ পাবে এবং সময়মতো বোরো ধানের চাষের জন্যে বিলের জল সেচে শুকিয়ে দেওয়া হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সানা ম
আবদুল মান্নান, ভবদহ পানি নিষ্কাশন কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালি ,সদস্য সচিব চৈতন্য কুমার পাল ,প্রকল্পের সভাপতি জীবন বিশ্বাস ও কোষাধ্যক্ষ দূর্গাচরন মল্লিক প্রমুখ ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here