অভয়নগরে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যেই চলছে টিকাদান কর্মসূচী

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ অভয়নগরে সুষ্ঠ ব্যবস্থাপনা ও পরিকল্পনা মাফিক সুশৃঙ্খল পরিবেশে চলছে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান কর্মসূচি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক শনিবার থেকে শুরু হওয়া সারা দেশের ন্যায় অভয়নগর উপজেলায় ইউনিয়ন ও পৌরসভা য় সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত শুরু হয়েছে করোনার টিকা প্রদান কার্যক্রম। অভয়নগরের ৮টি ইউনিয়ন ও পৌর এলাকায় পুর্ব নির্ধারিত স্থান সমুহে চলছে টিকা প্রদানের এ কার্যক্রম। বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে টিকা নেওয়ার ব্যপারে মানুষের মধ্য ব্যপক উৎসাহ উদ্দিপনা কাজ করছে।সরকারের নেওয়া এ উদ্দোগে তারা খুব আনন্দের সাথে টিকা নিতে নির্দিষ্ট স্থানে হাজির হচ্ছেন।স্থান সমুহে নারী পুরুষের পাশাপাশি শিশু দের কে ও আসতে দেখা গেছে। তাতে স্বাস্থ্য বিধি কিছুটা বিঘ্নিত হলেও সুষ্ঠু পরিবেশে টিকা প্রদানের লক্ষ মাত্রা অর্জিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে প্রতিটি ইউনিয়নে প্রতিদিন ৬শ মানুষকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ ৮ টি ইউনিয়নে ৪ হাজার ৮ শ জন এবং পৌর এলাকায় ৬শ জন সহ মোট ৫ হাজার ৬ শ জন কে টিকা প্রদানের লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। টিকা প্রদানে র পর কোনপ্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রথমে টিকা নেওয়ার ব্যপারে মানুষের মধ্য সচেতনাতা কম ছিলো, কিন্তু এখন তারা টিকা নিতে আগ্রহী। সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষার পরও টিকা নিতে পেরে অনেক আনন্দিত। তারা সরকারি এই পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here