ওসির জিম্মায় রাখা জমির ধান পাকার আগেই কেটে নিলো দুর্বৃত্তরা

0
0

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে আদালত থেকে থানার ওসিকে রিসিভার নিয়োগ করে দেওয়া জমির ধান পাকার আগেই কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পরে ৪দিন অতিবাহিত হলেও থানা পুলিশ এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহন করেনি বলে অভিযোগ উঠেছে। গত ৯ ডিসেম্বর ভোরে সোনাখালী গ্রামের গোপাল চন্দ্র শীলের .৩৯ শতক জমির ধান কেটে নেয় বিবাদী পক্ষের লোকেরা।

জানা গেছে, পুলিশ গত ৪ ডিসেম্বর আদালতের নির্দেশনার বিষয়ে বিবাদমান দুটি পক্ষকে লিখিতভাবে অবগত করলেও বিবাদী পক্ষের একটি ভাড়াটে বাহিনী নোটিশ পাওয়ার ৫দিন পরে ৯ ডিসেম্বর ভোরে .৩৯ শতক জমির ধান আঁধাপাকা অবস্থায় কেটে নিয়ে যায়।

গোপাল চন্দ্র শীল অভিযোগ করে বলেন, বহু বছর ধরে ওয়ারিশ সূত্রে জমি ভোগদখল করছেন তিনি। সম্প্রতি বিরোধ দেখা দিলে আদালতে মামলা করেন। আদালত থানার ওসিকে ওই জমির রিসিভার নিয়োগ করেন। থানার এসআই অনুতাপ গত ৪ ডিসেম্বর জমির রিসিভার নিয়োগের বিষয়টি জানিয়ে উভয়পক্ষকে নোটিশ করেন। এর পরেও বিবাদী পক্ষ ভাড়াতে বাহিনী দিয়ে জমির ধান পুরোপুরি পাকার আগেই কেটে নিয়ে গেছে।

এ বিষয়ে এসআই অনুতাপ বলেন, থানার ওসিকে রিসিভার নিয়োগ দেওয়া জমির কেটে নেওয়া ধান উদ্ধার করে স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০১৭১৫৭২২০২৮
তারিখ:১৩.১২.২০২২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here