অভয়নগরের ভৈরব ব্রিজের উপর উশৃঙ্খল যুবকদের দৌরাত্বে অতিষ্ট ঘুরতে আসা নারী ও শিশুরা

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ  যশোরের অভয়নগর উপজেলাবাসীর বহুল আকাঙ্খিত প্রাণের সেতু ‘ভৈরব ব্রিজ’ ব্রিজটি নদীর দুই পাশের অধিবাসীদের মাঝে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এক সেতু বন্ধন হিসাবে কাজ করছে। ভৈরব নদের উপর নির্মিত এই ব্রিজটি অভয়নগর থেকে প্রায় বিচ্ছিন্ন করে রাখা ৪ টি ইউনিয়নকে নওয়াপাড়া মুল টাউনের সাথে যুক্ত করেছে।

রাতের আধারে ভৈরব সেতু (ফাইল ছবি)

ব্রিজটি চালু হওয়ায় নদীর ওপারের মানুষের যাতায়াত সুবিধা হয়েছে পাশাপাশি কর্মসংস্থান ও ব্যবসা বানিজ্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্রিজের ৮০ শতাংশ লাইট নষ্ট রয়েছে, সেই সুযোগে সন্ধ্যার পর কিছু উঠতি বয়সী উশৃঙ্খল যুবকদের আনাগোনা শুরু হয়। এসব যুবকরা সুযোগ পেলেই ঘুরতে আসা সাধারন মানুষের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি যাতায়াতকারী নিরীহ মানুষের সাথে খারাপ ব্যবহার করে।

ভৈরব ব্রিজ

ব্রিজটির বেশির লাইট নষ্ট থাকায় এখানে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সন্ধ্যা নামলেই কেমন যেনো উশৃৃঙ্খল যুবকদের অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে এই ব্রিজটি। এসকল উঠতি বয়সী উশৃঙ্খল যুবক ও স্থানীয় কিছু পাতি মাস্তানের কারনে সন্ধ্যার পর যাতায়াত করা ঝুকিপূর্ণ হয়ে গেছে। এমতাবস্থায় ব্রিজের উপরস্থ লাইটগুলি নিয়মিত জালিয়ে রাখা নিশ্চিত করতে এবং উশৃঙ্খল যুবকদের কবল থেকে নিরাপদ রাখতে বিষয়টা অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ দায়িত্বরত সকল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতনমহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here