মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে অভয়নগরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

0
0
মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ
ভারতের বিজিবি নেতাদের কতৃক মহা মানব, সমগ্র জাহানের  নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ই জুন শনিবার আছর বাদ জাতীয় উলামা মাশায়েখ অভয়নগর শাখার উদ্দ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এবং সংগঠনের সভাপতি  মুফতী সারোয়ার হোসাইন সাহেবের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
 মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন গত ২৭ মে এক টেলিভিশন বিতর্কে ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলীয় নেতা নবীন-কুমার জিন্দাল কর্তৃক বিশ্বমানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রঃ) এর শানে অবমাননাকর কটূক্তি করায় বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।  বাক স্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায়না। বিশ্বনবীর অবমাননাকর ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে।
 এ ঘটনায় ভারতকে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসে বিশ্ব নবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে উঠলে ভারত কে উচিত শিক্ষা দেওয়া হবে।
 বক্তারা আরও বলেন, আমাদের উচিত ভারতের সকল পণ্য বর্জন করা এবং সরকারের উচিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো এবং চলমান জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে নিন্দা প্রস্তাব উত্থাপন করা।
সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী আজিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ মিছিল ও সভায় বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা সভাপতি মুফতী সরওয়ার হুসাইন, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here