মনিরুজ্জামান মিল্টনঃ যশোরের অভয়নগর উপজেলায় মাছের ঘেরের মোটর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মোটর মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ শে জুন)সকালে উপজেলার আন্ধা গ্রামের একটি মাছের ঘেরে পাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত মোটরমিস্ত্রীর নাম উজ্জ্বল রায়(৩৫)।
তিনি উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের বিনয় রায়ের ছেলে। উজ্জ্বল রায়ের ভাই সুজয় রায় জানান, উপজেলার আন্ধা গ্রামের লিটন মন্ডলের ঘেরের মোটর কয়েকদিন ধরে নষ্ট হয়ে ছিল। আজ বৃহস্পতিবার সকালে উজ্জ্বল রায় বৃষ্টি মধ্যে মোটরটি মেরামত করতে মাছের ঘেরে যান । সকাল ১০টার দিকে অসাবধানবশত মোটরের সংযোগের তার শরীরে পেঁচিয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সকাল পৌনে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক গোবিন্দ পোদ্দার বলেন,‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম শামীম হাসান বলেন,‘ অভয়নগর উপজেলায় চলিশিয়া ইউনিয়নে আন্ধা গ্রামে মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল রায় মারা গেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যূ মামলা হয়েছে।