মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ
অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারো সভায় গুরুত্ব পায় ভবদহ অঞ্চলে অপরিকল্পিত মাছের ঘের নীতিমালার আওতায় আনা, রাস্তা লাগোয়া ঘেরে ভ্রাম্যমান আদালতের অভিযান করে শাস্তির আওতায় আনা। ঘেরে অপদ্রব্য প্রয়োগ কারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া। নওয়াপাড়া চুড়িপট্টিতে ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান করা। রাতে চায়ের দোকানে অথবা গ্রামের মোড়ে মুদি দোকানে বসে বখাটের ইন্টারনেটের আড্ড দেওয়া বন্ধ করার জন্য পুলিশি টহল দেওয়া। স্কুল কলেজে মাদক নির্মুলে অভিযান চালানো সহ নানা ধরনের অপরাধ চিত্র তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে মতামত বক্ত করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানজিলা আখতার,উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, থানার প্রতিনিধি, হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।