শিক্ষক লাঞ্ছনা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে শিক্ষকদের মানববন্ধন

0
0
মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ
শিক্ষক লাঞ্ছনা , নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
 বৃহস্পতিবার বেলা ১১ টায়  যশোর খুলনা মহাসড়েক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার সমস্থ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী মানববন্ধনে অংশ নেয়। কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেখ আলমগীর, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান(রাজু)।
 শিক্ষক সমিতির এই নেতারা বলেন, সারাদেশে শিক্ষকদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এমনকি হত্যা করা হচ্ছে, তাতে আমরা প্রতিনিয়ত শঙ্কায় থাকি। এভাবে চলতে থাকলে হয়তো আমরাও হামলা বা হত্যার শিকার হবো। তাই অবিলম্বে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যাতে করে আমরা সম্মান নিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেদের নিয়োজিত রাখতে পারি এবং ভবিষ্যতে কেউ যাতে শিক্ষককে লাঞ্ছিত করার সাহস না পায়, শিক্ষকগণ যাতে নিারাপদে, নির্বিঘ্নে ও নিঃসংকচে ক্লাসে পাঠদান করতে পারে সেই ব্যবস্থা করার জোর দাবী  জানান।সকলেই শিক্ষক নিরাপত্তা র বিষয় টি জোরালো ভাবে ইউপিএস মা করেন।  শিক্ষক সমাজ মানববন্ধন শেষে একটি র‌্যালি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় তাদের সাথে একাত্বতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তরুজ্জামান তারু, মহিলা চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আহছানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার দে । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ও ম্যাধমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলে তিনি কতৃর্পক্ষর কাছে পৌছাঁনোর জন্য আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকান্ড, রাজশাহী গোদাগাড়ি উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজের অধক্ষ্য সেলিম রেজাকে মারধার করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের উপর পরিকল্পিত ভাবে অপমান ও হেনস্থ করা হয়। এমন ঘটনা যাতা আর না ঘটে তার প্রতিবাদে এবং আসামী দের যথা যথ শ্বাস্তির দাবীতে সেই সাথে সারাদেশে শিক্ষক লাঞ্ছনা , নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির ঊদ্দোগে  এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here