অভয়নগরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

0
0
অভয়নগর প্রতিনিধি (মনিরুজ্জামান মিল্টন):
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের গৃহবধূ আকলিমা হত্যা মামলার ১০ বছর পর মামলায় রায়ে আনোয়ার মোল্লার পুত্র আব্দুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩য় এর বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এ রায় প্রদান করে। বিষয়টা নিশ্চিত করেছেন, এপিপি খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।
মামলা সুত্রে জানা যায়, ২০০০ সালে আকলিমার সাথে বিবাহ হয় হালিমের। বিয়ের পর নানা অজুহাতে হামিম তার স্ত্রীকে শারিরীক ও মানষিক নির্যাতন করতেন। ২০১২ সালের ২ মে স্বামীকে ভাত দিতে দেরি হলে হালিম তার স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে তার ঘাড়ে আঘাত করে। আঘাতের ফলে স্ত্রী আকলিমা ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় নিহতের বোন তাসলিমা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করলে মামলা তদন্ত কর্মকতা বাহাউদ্দিন  আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলে আসামির  বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here