অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে সোর্স সন্দেহে ছুরিকাঘাতের শিকার মানসিক ভারসাম্যহীন পথযাত্রী রাশেদ ওরফে পাগলা রাশেদ (২৭)।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ভাত খাবার জন্য মানুষের কাছে সাহায্যের জন্য নওয়াপাড়া রেলস্টেশনে এলাকায় শিশুতলা নামক স্থানের এক মাদক পয়েন্টের কাছে অজান্তেই চলে
যায় স্টেশন এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে রাশেদ ওরফে রাশেদ পাগলা। এসময় কিছু মাদক কারবারি তাকে প্রশাসনের সোর্স ভেবে তার সহযোগীদের নিয়ে তার উপর হামলা চালায়।
আঘাতের ফলে রাশেদ মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত জনতা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করে।
বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে রাশেদের বড় ভাই অলিয়ার রহমান বলেন,
স্টেশন বাজার এলাকায়
শিশুতলা নামক একটি স্থান আছে যেখানে প্রকাশ্যে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল বিক্রয় করা হয়।
আমার ছোট ভাই সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ী মানিক ও তার সহযোগীরা আমার ভাইকে সোর্স ভেবে তার উপর হামলা চালায়। আমার ভাই এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে আছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামিম হাসান বলেন, এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়নি। আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।