অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলা সাব রেজিস্ট্রার অজয় কুমার-সহ পাঁচজনের বিরুদ্ধে জমি জাল জালিয়াতির মামলা হয়েছে। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভয়নগর আদালত যশোরে পেশকৃত মামলাটির বাদি একই উপজেলার বাঘুটিয়ার আব্দুল আজিজের পুত্র হাফিজুর রহমান।
মামলার অন্যান্য আসামীরা হলেন, বাসুয়াড়ীর মৃত আব্দুস সাত্তার শেখের স্ত্রী মেহেরুন্নেছা, আব্দুস সাত্তার শেখের পুত্র হুমায়ুন শেখ, গোপীনাথপুরের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আরমান মোড়ল ও শুভরাড়া ইউনিয়ন ভূমি অফিসের উপ সহাকারী কর্মকর্তা মুজিবার রহমান। মামলা নম্বর সি আর-৬০৫/২২। ধারা- ৪৬৫/৪৬৬/৪৬৭/৪০৬/৪২০/১০৯ দ:বি:।
মামলার আর্জি অনুসারে, বাদির অভিযোগ, আসামীরা পরস্পর যোগসাজশে গত ৯/৯/২১ তারিখে ৪৯৮৩ নং কবলা দলিলে দাতা হিসাবে বাদিকে সৃজন করে দলিল সম্পাদন করেন। ১নং আসামির আর এস ১৮৫৫ নং খতিয়ানে আর এস ৪৬৪ দাগে ১৪ শতক জমি উল্লেখ পূর্বক রেজিস্ট্রি হয়েছে। কিন্ত এই জমিতে তার কোন স্বত্তা নেই। ২, ৩, ৪ ও ৫ নং আসামীর সাথে যোগ সাজশে এই দলিল রেজিস্ট্রি করেছেন। বিষয়টি জানতে পেরে বাদি ১৫/০৭/২২ তারিখে দলিলের সার্টিফায়েড উঠানোর আবেদন করলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তা দেননি। অথচ ঐ জমিতে ১নং আসামির রেকর্ড নাই। এরপর ২০/০৭/২২ তারিখে আইনজীবি আসামিদের প্রতি লিগ্যাল নোটিশ জারি করেন। এরপরেও আসামিরা ছিল নির্বিকার। বাদি সুবিচার নিশ্চিত করতে আসামিদের প্রতি ডাব্লিউ/এ ইস্যু করার আর্জি জানিয়েছে।
বিজ্ঞ আদালত মামলাটির তদন্তভার অর্পণ করেছেন, পুলিশ বুরো আব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশের উপর। যার স্মারক নম্বর- ১০৫৯/২২, মামলার স্বাক্ষী পাঁচজন। এরা হলেন ভবানিপুরের মৃত কাওছার জমাদ্দারের পুত্র এনামুল জমাদ্দার, পোদাপাড়ার মৃত কাওছার মোল্যার পুত্র আব্দুল কাদের মোল্যা, মরিচার এখলাছ মোল্যার পুত্র ইলিয়াছ মোল্যা, বারান্দির শেখ আব্দুল খালেকের পুত্র শেখ মনিরুজ্জামান ও চাকি গ্রামের মৃত সোহারাব হোসেনের পুত্র ওমর আলী মল্লিক দলিল লেখক সহকারি।