খুলনা বিআরটিএ তে র‌্যাব-৬ এর অভিযানে ৩০ দালাল আটক

0
0

সমাজের কন্ঠ ডেস্কঃ খুলনা বিআরটিএ তে র‌্যাব-৬ এর অভিযানে ৩০ দালাল আটক ও ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৬জনকে অর্থদন্ড, তাছাড়া অ্যবহতি পেয়েছে ৫জন।
নগরীর বাদামতলাস্থ খুলনা বিআরটিএ অফিসে দালালদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এমন সংবাদের পেক্ষিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খুলনা বিআরটিএ অফিস এ অভিযান পরিচালনা করে মোট ৩০ জনকে আটক করে । খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আল আমিন ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ৬ জনকে মোট ৫৩ হাজার ২ শ” টাকা অর্থদন্ড ও ৫ জনকে অব্যহতি প্রদান করেন । অভিযান এর নেতৃত্ব দেন র‌্যাব ৬ এর উপ অধিনায়ক আঃ রাকিব , লেঃ কমান্ডার সরোয়ার হোসেন, সিনিয়র এ এসপি পহন চাকমা। ১ মাসের সাজাপ্রাপ্তরা হলেন মোঃ আহাদ আলী, মাসুম হোসেন, মোক্তার হোসেন, রুহল আমিন, রাইজুল ইসলাম, জহিরুল ইসলাম, আব্দুল কাদের, শাকির হোসেন, ১৪ দিনের সাজাপ্রাপ্তরা হলো বেল্লাল হোসেন, মোঃ ইকবাল, আহসান হাবিব, আঃ রাজ্জাক, সুভাষ চন্দ্র সরকার, মনিরুল ইসলাম, রবিউল মোল্লা, মোঃ নাইম , দেবাশিষ কে ১০ দিন এবং ইকলাছ ,বিশ^জিৎ দাস, মোঃ রাশেদুল ইসলামকে হোসেনকে ৭ দিনের সাজা প্রদান করেন। এছাড়া অর্থদন্ড প্রাপ্তরা হলো মোঃ সোহেল রানাকে ২০ হাজার, মোঃ জাহিদুল ইসলাম , মোঃ আতিয়ার ও মোঃ কামাল হোসেন ১০ হাজার, আরিফুজ্জামান ৩ হাজার ও রাজিব মল্লিক কে ২ শ” টাকা অর্থদন্ড প্রদান করেন । এবং বাকি ৫ জনকে মৌখিকভাবে সতর্ক করে অব্যহতি দেয় । র‌্যাব ৬ এর কমান্ডেট মোঃ মোস্তাক আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেন খুলনা বিআরটিএতে বেশকিছুদিন ধরেই দালালের তৎপরতা বেড়েছে এমন খবর পেয়ে গতকয়েকদিন ধরেই আমাদের গোয়েন্দাটিম সেখানে কাজ শুরু করে , সরকারি সেবা সাধারন মানুষ যেন খুব সহজেই পেতে পারে এজন্য আমাদের এ অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here