অভয়নগরের মটরসাইকেল – ট্রাক মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক নিহত

0
0
অভয়নগর প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টনঃ
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ নামক স্থানে কয়েক দিনের ব্যব্ধানে আবারও মোটরসাইকেল ও বালুবাহী ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
২৬/৯/২০২২ রোজ সোমবার বিকেলে উপজেলার প্রেমবাগে যশোর-খুলনা মহাসড়কে বিকাল ৩টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালকের নাম ইমরান হোসেন (৩২)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বল্লামুখ গ্রামের সৈয়দ আলী মোল্যার ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকের ময়মনসিংহ শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষ্যদর্শীদের ও পুলিশ জানায়, সোমবার বিকালে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোর থেকে খুলনার দিকে একটি বালুবাহী ডাম্পার ট্রাক যাচ্ছিল।  বিকাল তিনটার দিকে ডাম্পার ট্রাকটি অভয়নগর উপজেলা প্রেমবাগ এলাকায় পৌঁছায়। এ সময উপজেলার নওয়াপাড়া থেকে ইমরান হোসেন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।তিনি প্রেমবাগ শাহিদা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মোটরসাইকেল ও বালুবাহী ডাম্পার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ইমরান ঘটনাস্থলেই নিহত হন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনগনের অভিমত “বালু বোঝায় ট্রাক গুলোর বেপরোয়া গতিই এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।তড়িঘড়ি করে বালুবোঝায় ও নির্দিষ্ট স্থানে পৌছানোর প্রতিযোগিতা করতে যেয়ে অনেকসময় বালু ত্রিপল দিয়ে না ঢেকেই ছুটতে থাকে ফলে বালু বাতাসে ঊড়ে পথচারীদের এবং যানবহনের দিকে ঊড়ে গিয়ে পড়ে। ফলে দুর্ঘটনা ঘটার ঝুঁকি ও তৈরি করে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন,‘’ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here