নিউজ ডেক্সঃ যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজার ভৈরব নদীর তীরে ওয়াকওয়ে জোন ০১ পরিচ্ছন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর শনিবার বিকেল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুনিল দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক পৌরসভার মেয়র জননেতা রবিউল আলম , নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্রগতি সমাজ কল্যাণ সংস্থার সমন্য়ক মহসিন আলী, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,এস এম নজরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, গাজী আবুল হোসেন, হৃদয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক সাংবাদিক জাকির হোসেন হৃদয়সহ মাছ বাজারের সকল মাছ ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
বন্দরনগরী নওয়াপাড়ার শোভা বর্ধনে উক্ত ওয়াকোয়ের ভুমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য মানুষ এই ওয়াকওয়ে ব্যবহার করে থাকে। কিন্তু উক্ত ওয়াকওয়ের পাশে ময়লা আবর্জনা ফেলে রাখায় ওয়াকওয়েটি তার সৌন্দর্য হারানোর পাশাপাশি প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা ওয়াকওয়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা,উপায় এবং সচেতনতা মুলক বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। সেই সাথে ময়লা আবর্জনা একই স্থানে রাখার জন্য ৫টি কাটা ড্রামের ব্যবস্থা করা হয়।
মতবিনিময় সভা বাজারসহ ওয়াকওয়ে পরিচ্ছন্ন রাখার জন্য সকলে একযোগে একাত্মতা প্রকাশ ও শপথ গ্রহনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।