শেখ জাকারিয়া রহমান – যশোরের অভয়নগরে ৩০ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার তালতলাহাট রেলক্রসিং থেকে তাকে আটক করে অভয়নগর থানা পুলিশ। আটক মোহাম্মদ আলী উপজেলার একতারপুর উত্তরপাড়ার বাবর আলীর ছেলে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) রোকিবুজ্জামান জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তালতলাহাট রেলক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পলিথিনের ব্যাগ হাতে মোহাম্মদ আলীকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায় এবং তাকে আটক করে থানা হেফাজতে আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।