ভ্রাম্যমান প্রতিনিধি- নওয়াপাড়ায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে বিপুল পরিমান তামার তার ও পিতল। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানায় মামলার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দূর্গাপুর গ্রামের আমজাদ সরদারের ছেলে সাব্বির (২২), একই গ্রামের জাহিদুলের ছেলে পাপ্পু (২২), শাহাজাহানের ছেলে কাজল (১৮), শওকতের ছেলে বাবুল শেখ (২৫), আবুলের ছেলে সেলিম (৩০), নজরুলের ছেলে রবি (২৮) ও কিতাব আলীর ছেলে শফিকুল (২৪)।
অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) রোকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে এএসআই আফজাল সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার দূর্গাপুর গ্রামে অভিযান চালায়। ভোর রাতে চোর চক্রের হোতা সাব্বিরকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক সাব্বিরের স্বীকারোক্তি মোতাবেক সকালে অভিযান চালিয়ে তার সহযোগি ৬ জনকে আটক করা হয়। পরে সাব্বিরের বাড়ি তল্লাশী চালিয়ে বিপুল পরিমান চোরাইকৃত তামার তার ও পিতল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ এই চোর চক্রকে আটকের চেষ্টা করা হচ্ছিল। চক্রটি অভয়নগর উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে ট্রান্সফরমার, মোবাইল টাওয়ারের ব্যাটারী, তামার তার, পিতল, লোহাসহ বিভিন্ন মালামাল চুরি করে আসছিল। তদন্ত চলছে, এই চক্রের সাথে জড়িতদের আটকের অভিযান অব্যাহত আছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।