স্টাফ রিপোর্টার – অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুজ্জামান অভিযান চালিয়ে উপজেলার পায়রা বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৭৬ বস্তা চাল জব্দ করেছেন।গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকালে অভিযান চারলয়ে এ চাল জব্দ করা হয়।জানা গেছে, চালগুলেে চোরাই পথে বরিশালের আগলঝাড়া উপজেলার খলিলুর রহমানের কাছ থেকে নওয়াপাড়া বিশিষ্ট চাল ব্যবসায়ী আলম ট্রের্ডাসের মালিক আলমঙ্গীর হোসেন ক্রয় করে ট্রান্সেপোর্ট্র মাধ্যমে নওয়াপাড়ায় নিয়ে আসেন।চালের বস্তার গায়ে লেখা রয়েছে- শেখ হাসিনার বাংলাদেশ ক্ষাধা হবে নিরুদ্দেশ। নীচে লেখা খাদ্য অধিদপ্তর। নেট ওজন ৩০ কেজি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চালের নমুনা দেখে মনে হচ্ছে খ্াদ্র বান্ধব কর্মসূচির চাল। চালগুলো আগামী কাল খাদ্য গুদামে আনা হবে এবং এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।