অভয়নগরে মশিয়াহাটীতে এবারও শতাধিক প্রতীমা নিয়ে উদযাপিত হবে দূর্গা উৎসব

0
0

স্টাফ রিপোর্টার – (অভয়নগরে মশিয়াহাটীতে এবারও শতাধিক প্রতীমা নিয়ে উদযাপিত হবে দূর্গা উৎসব ব্যস্ত সময় পার করছেন ভাস্করা)

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দূর্গা পুজা।সনাতোন ধর্ম  মতে মর্তের দুরর্গতি নাশ করতে আবির্ভাব হয় দেবী দূর্গার। কয়েক দিন পরে হবে এ পূজা। ত্ইা মূর্তী নির্মাণ করতে ব্যসস্ত সময় পার করছে যশোরের ৯৬ গ্রাম ব্যাপী হিন্দু অধ্যুষিত এলাকায়।  অভয়নগর উপজেলার মশিয়াহাটী ও সুন্দলী মন্দিরে প্রতিবছর জ্যাক জমকের সাথে পালন করা দূর্গ্উাৎসবের। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও মশিয়াহাটীতে শতাধিক মূর্তি  নিয়ে দূর্গা পূজা উদযাপন করা হবে।

সুন্দলী পুজা উৎযাপন কমিটির সভাপতি হরিনাথ বিশ্বাস জানান আমরা আগের থেকে সকল প্রকার  প্রস্ততি শেষ করার চেষ্টা করছি। ইতি মধ্য দূর্গা প্রতিমার বেশির ভাগ নির্মান কাজ শেষ হয়েছে।

অভয়নগর সুন্দলী ইউনিয়নে এবার ১২টি মন্ডবে পূজার আয়োজন চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here